Last Updated: Sunday, November 10, 2013, 10:22
পুজোর আগে তড়িঘড়ি রাস্তা সারাইয়ে নেমেছিল পুরসভা। কিন্তু পুজোর মরসুম শেষ হতে না হতেই ফের আগের অবস্থায় রাস্তা। যান চলাচল তো দূর অস্ত, অধিকাংশ রাস্তাতে হাঁটাচলা করাই দায়। এই অবস্থায় রাস্তার কাজে হাত দিচ্ছে পুরসভা। ইতিমধ্যেই কয়েকটি রাস্তার প্যাচওয়ার্ক শুরু করেছে কেএমডিএ।